scorecardresearch
 

Kamakhya Express Shootout: NJP স্টেশনে ঢোকার মুখে চলন্ত কামাখ্যা এক্সপ্রেসে গুলি, মৃত প্রাক্তন সেনাকর্মী

চলন্ত ট্রেনে গুলি চালানোর ঘটনা ঘটল নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে। কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসের মধ্যে ওই গুলিকাণ্ডে প্রাণ যায় এক যাত্রীর! সোমবার রাতের ঘটনা।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • চলন্ত ট্রেনে গুলি চালানোর ঘটনা ঘটল নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে।
  • কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসের মধ্যে ওই গুলিকাণ্ডে প্রাণ যায় এক যাত্রীর! সোমবার রাতের ঘটনা।

চলন্ত ট্রেনে গুলি চালানোর ঘটনা ঘটল নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে। কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসের মধ্যে ওই গুলিকাণ্ডে প্রাণ যায় এক যাত্রীর! সোমবার রাতের ঘটনা।

রেল সূত্রে খবর, এদিন রাতে কামাখ্যা এক্সপ্রেস এনজেপি স্টেশনে ঢোকার মুখে ট্রেনের অসংরক্ষিত কামরায় এক আততায়ী এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক, হুড়োহুড়ি পড়ে যায়। ট্রেন যখন স্টেশনে ঢোকে তখন দেখা যায় এক যাত্রী সিটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরে তাঁকেই মৃত বলে ঘোষণা করা হয়।

রেল পুলিশ সূত্রে খবর, ওই যাত্রীর শরীরে একাধিক গুলির ক্ষত রয়েছে। মনে করা হচ্ছে, ওই ট্রেনে যে আততায়ী গুলি চালিয়েছে, সে ট্রেন থামার আগেই চলন্ত ট্রেন থেকে নেমে পালিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যাত্রীর দেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। এই হামলার ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তার খোঁজ চালানো হচ্ছে। 

প্রাথমিক ভাবে যাত্রীরা ভেবেছিলেন, ওই যাত্রী আত্মহত্যা করেছেন। মৃত ব্যাক্তিকে সেনা কর্মী বলে জানাচ্ছে পুলিশ। রেল সূত্রে খবর, মৃত ব্যক্তি প্রাক্তন সেনাকর্মী, নাম সঞ্জয় সিংহ পরমা। ঘটনাস্থলে মৃতদেহ পরিদর্শন করেন সেনার কয়েক জন জওয়ান। তবে, ঘটনাটি খুন না আত্মহত্যা তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন-বাড়বে উত্তাপ! জ্বালাপোড়া গরমে নাভিশ্বাস! 

Advertisement