scorecardresearch
 

মাঝ রাস্তায় প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী! বেলেঘাটা ID-র 'প্রশংসা' করে মমতাকে ব্যবস্থা নিতে ট্যুইট সূর্যকান্তর

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সুর চড়ালেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র। একটি ট্যুইটে তিনি অভিযোগ করেন যে 'প্রাক্তন শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী পার্থ দে-কে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় রাস্তাতেই নামিয়ে দেয় বেলেঘাটা আইডি-র সরকারি অ্যাম্বুলেন্স।'

Advertisement
মাঝ রাস্তায় কেন কোনও অ্যাম্বুলেন্স এমন কাজ করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সূর্য বাবু মাঝ রাস্তায় কেন কোনও অ্যাম্বুলেন্স এমন কাজ করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সূর্য বাবু
হাইলাইটস
  • ফের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সুর চড়ালেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র
  • প্রাক্তন শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী পার্থ দে-কে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় রাস্তাতেই নামিয়ে দেয় বেলেঘাটা আইডি-র সরকারি অ্যাম্বুলেন্স
  • এদিনের সূর্যকান্ত মিশ্রের টুইটে ফের উত্তাল হল বিরোধী রাজনীতি

করোনা আবহে রাজ্যের স্বাস্থ্যকাঠামোর 'ভেঙে পড়া' চিত্র নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন বিরোধীরা। স্বাস্থ্য পরিষেবা সঠিক ভাবে পাচ্ছেন না অনেক রোগী, এমন অভিযোগও তুলেছেন একাংশ। তবে সরকারের তরফে পরিষেবা দেওয়ার সবরকম চেষ্টা করা হচ্ছে, এমনটা জানান হয়েছে মমতা সরকারের তরফে।

এবার ফের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সুর চড়ালেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র। একটি ট্যুইটে তিনি অভিযোগ করেন যে 'প্রাক্তন শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী পার্থ দে-কে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় রাস্তাতেই নামিয়ে দেয় বেলেঘাটা আইডি-র সরকারি অ্যাম্বুলেন্স।' মাঝ রাস্তায় কেন কোনও অ্যাম্বুলেন্স এমন কাজ করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সূর্য বাবু। 

এখানেই থেমে থাকেননি সিপিআইএম-এর বর্ষীয়াণ নেতা। মমতা সরকারের প্রতি ক্ষোভ উগরে তিনি বলেন, "করোনা হাসপাতালে ভর্তি হতে হলে আমার প্রথম পছন্দ বেলেঘাটা আই ডি হাসপাতাল। কিন্তু আ্যম্বুলেন্স ও অন্যান্য পরিসেবায় এরকম ত্রুটি গত কয়েক মাসে ঘটেই চলেছে। চাপের তুলনায় যানবাহন ও কর্মী অপর্যাপ্ত। এই ঘটনায় সমস্যা কোথায় খোঁজ নিয়ে মুখ্যমন্ত্রী কি কিছু করতে পারেন?"  

করোনাকালে মমতা সরকারের ব্যর্থতা তুলে ধরে সস্তায় চিকিত্‍সা দিতে জনস্বাস্থ্য কেন্দ্র খোলে বাম শিবির। তবে এদিনের সূর্যকান্ত মিশ্রের টুইটে ফের উত্তাল হল বিরোধী রাজনীতি। অশীতিপর এবং রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষামন্ত্রীকে সরকারি অ্যাম্বুলেন্স এভাবে রাস্তায় নামিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

Advertisement

Advertisement