scorecardresearch
 

Suvendu Adhikari : শুভেন্দুর টি-শার্টে 'নো ভোট টু মমতা', বাংলায় নয়া রাজনৈতিক কৌশলের সূচনা?

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন,"সভা বাতিল হয়েছে বলে প্রচার করা হচ্ছে। কিন্তু এই সভাটা হচ্ছে। আটকাতে পারবেন না কোনওভাবেই। সিপিএম আপনাদের থেকেও কঠিন জিনিস ছিল, আপনাদের সঙ্গে নিয়ে আমি তাঁদের তুলে ফেলে দিয়েছি। ২০১০ সালে আমি লড়াই করেছি, আমি সবটা জানি। ২০১৯ সালে বিজেপি ১৮টি আসন পাওয়ার পর আজকের সব মাতব্বররা ঘরে ঢুকে গিয়েছিল। আমি তখন এখানে এসে বন্ধ হয়ে যাওয়া তৃণমূলের অফিস খুলেছি"।

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • চন্দ্রকোনায় সভা শুভেন্দু অধিকারীর
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দেওয়ার আবেদন
  • দেখা গেল নয়া টি-শার্টে

কিছুদিন আগেই আহ্বান জানিয়েছিলেন 'নট টু ভোট টু মমতা'। এবার টি শার্টে প্রায় সেকথা লিখেই ফের একবার একই আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার চন্দ্রকোণার সভা থেকে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কার্যত হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। আদালতের রায়ের পর শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পান শুভেন্দু। আর সেই সভা থেকেই 'নো ভোট টু মমতা'-র ডাক দিলেন তিনি। এমনকী লাল হরফে 'নো ভোট টু মমতা' লেখা সাদা টি-শার্ট পরে বক্তব্যও রাখতে দেখা যায় তাঁকে। 

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন,"সভা বাতিল হয়েছে বলে প্রচার করা হচ্ছে। কিন্তু এই সভাটা হচ্ছে। আটকাতে পারবেন না কোনওভাবেই। সিপিএম আপনাদের থেকেও কঠিন জিনিস ছিল, আপনাদের সঙ্গে নিয়ে আমি তাঁদের তুলে ফেলে দিয়েছি। ২০১০ সালে আমি লড়াই করেছি, আমি সবটা জানি। ২০১৯ সালে বিজেপি ১৮টি আসন পাওয়ার পর আজকের সব মাতব্বররা ঘরে ঢুকে গিয়েছিল। আমি তখন এখানে এসে বন্ধ হয়ে যাওয়া তৃণমূলের অফিস খুলেছি"।

সভামঞ্চ থেকে তৃণমূলকে উৎখাতের ডাকি দিয়ে বিরোধী দলনেতা বলেন, "তৃণমূলকে (TMC) একদম তুলে ফেলতে হবে, একদম ভয় পাবেন না। উত্তর প্রদেশ, গুজরাটে রামনবমীর এত মিছিল হয়েছে, একটাও কোনও ঘটেনি। তৃণমূলের পাশ থেকে সংখ্যালঘুরা সরে যাচ্ছেন। বগটুই, আনিস খান ও সাগরদিঘির উপনির্বাচনের পর সংখ্যালঘুরা ভুল বুঝতে পেরেছেন। এনআরসির নামে তাঁদের ব্যবহার করেছে এটা সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রী বিভেদ তৈরির চেষ্টা করছেন। হাওড়া ও রিষড়ার হিংসার ঘটনায় তৃণমূলের গুন্ডারা যুক্ত। হাত থেকে ভোট বেরিয়ে যাচ্ছে তাই এই কাজ করানো হচ্ছে"। 

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রীর করার ডাকও দিয়েছিল শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "বিজেপিতে যোগ দেওয়ার পর মোদীজি (Narendra Modi), অমিত শাহ ও নাড্ডাজি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দায়িত্ব আমাকে দিয়েছিলেন। সেই কাজ করেছি। মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার কাজ এখনও বাকি। আপনাদের সঙ্গে নিয়ে সেই কাজও করব"।

Advertisement

আরও পড়ুন - দিল্লি মেট্রোয় অন্তর্বাস পরে উঠলেন তরুণী, ঝড়ের গতিতে ভাইরাল 

 

Advertisement