scorecardresearch
 

দলত্যাগ-বিরোধী আইন কার্যকর করে দেখাব, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

বৈঠক শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (WB CM Mamata Banerjee)-এর তুমুল সমালোচনা করেন।

Advertisement
শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • দলত্যাগ বিরোধী আইন কার্যকর করছি শিগগিরি
  • আইনের ওপরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ও নন, তা দেখানো হবে
  • শনিবার এই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

দলত্যাগ-বিরোধী আইন (Anti-Defection Law) কার্যকর করছি শিগগিরি। আইনের ওপরে যে মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)-ও নন, তা দেখানো হবে। শনিবার এই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari)।

এদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপির সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এই হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari)। বিকেলে ডেবরায় দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠকে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari)।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে এই রুদ্ধদ্বার বৈঠক হয়। যেখানে নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে কর্মীদের কাজ করার ও মনোবল বাড়ানোর চেষ্টা করেন তিনি।

বৈঠক শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (WB CM Mamata Banerjee)-এর তুমুল সমালোচনা করেন। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা দীর্ঘদিনের রোগ। উনি তাঁর রাজত্বে কোন বিরোধী রাখতে চান না। গণতন্ত্রকে মানেন না।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari)-Sj আরও অভিযোগ, সে জন্য স্কুল-কলেজে নির্বাচন তুলে দিয়েছেন। ৪ বছর ধরে বন্ধ রয়েছে পুরসভার নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের প্রহসন লুট করেছেন। ২০১২ সাল থেকে এই বিধায়ক ভাঙার মত কাজগুলো করে যাচ্ছেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari) বলেন, এখন কে যাবে, না যাবে সেটা বলছি না। অধ্যক্ষ হাতে থাকলেই দলত্যাগ বিরোধী আইন, যেটা পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি, আমি বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আমি তার পদ্ধতি জানি।

তিনি জানান, দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাব। তাতে কয়েক মাস লাগতে পারে। তবে আইন মেনে দল ত্যাগ করতে হবে।

Advertisement

তিনি আরও বলেন, আমি শুভেন্দু অধিকারী, সমস্ত কিছু ছেড়ে সাধারণ ভোটার হিসেবে বিজেপিতে যোগদান করেছিলাম। সে ভাবে যদি কেউ যান, তা হলে যেতে পারে। কিন্তু এখানে অন্য দলের বিধায়ক তৃণমূলের খাতায়।

তাঁৎ হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ বিধানসভা যে আইনের ঊর্ধে নযয়, তা প্রতিষ্ঠিত করার দায়িত্ব বিরোধী দলনেতা হিসেবে আমার, শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই সে কাজ করতে আমি কেন্দ্রের আইন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পদ্ধতিগত কাজ শুরু হয়েছে।

শুক্রবার বিজেপির সহ-সভাপতি মুকুল রায় দলে ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে মুকুল ফিরে আসেন পুরনো দলে। তৃণমূলে ফিরেছেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়ও।

 

Advertisement