২৪ ঘণ্টাও কাটল না একেবারে ডিগবাজি। গতকালই তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, দলেই থাকছেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু। কিন্তু সকাল হতেই অন্য কথা শোনালেন বিধায়ক।
সব জল্পনার অবসান। অবশেষে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুললেন কালনার TMC বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু। তিনি বলেন,'' তৃণমূলের তরফে আমার দলে থাকা নিয়ে মিথ্য়ে দাবি করা হয়। আমি কিন্তু তৃণমূলেই থাকতাম। দলে কারও সঙ্গে মিশতাম না। কিন্তু গতকাল আমার সম্পর্কে টিভিতে মিথ্য়াচার দেখি। বলা হল, ও ক্ষমা চেয়েছে। তারপরই এই সিদ্ধান্ত নিই।''
শুক্রবারই তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় দাবি করেন, ''দলে মান অভিমান হতেই পারে। তবে পার্টিতেই থাকছেন বিশ্বজিৎ কুন্ডু। তিন বার তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে বিধায়কের। দিদির জন্য় জীবন দিতে পারেন বলে মন্তব্য় করেছেন বিশ্বজিৎ। শুভেন্দুর সঙ্গে ওর দেখা হয়েছিল।''
রাজ্য় রাজনীতির অতীত বলছে, কদিন আগেও শুভেন্দু অধিকারীর সঙ্গে মধ্য়স্থতার জন্য় দিদির দূত নিযুক্ত হয়েছিলেন সৌগত রায়। সেবারও শুভেন্দু দলেই থাকছেন বলে দাবি করেছিলেন সৌগতবাবু। কিন্তু শেষরক্ষা হয়নি। বিধায়ক পদের পাশাপাশি দলের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন শুভেন্দু অধিকারী। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। বিধায়ক পদ না ছাড়লেও আজই মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগ দিচ্ছেন বিশ্বজিৎ কুন্ডু। ইতিমধ্য়েই মেদিনীপুরের দিকে রওনা দিয়েছেন তিনি।