scorecardresearch
 

মালদায় TMC পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে মহিলাদের শৌচালয় দখলের অভিযোগ

মালদার (Malda) হরিশচন্দ্রপুরের তুলসিহাটা বাসস্ট্যান্ডে সরকারি জায়গায় মহিলাদের সুবিধার্থে পাঁচ বছর আগে একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল। অভিযোগ, গায়ের জোরে রাতারাতি সেই শৌচাগার দখল করে নিয়েছে শাসকদল পরিচালিত তুলসিহাটা অটো ইউনিয়ন। ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অটো ইউনিয়ন জানিয়েছে, তারা দলের নেতাদের জানিয়েই এই কাজ করেছে। কিন্তু ঘটনার নিন্দা করেছেন শাসকদলের ব্লক সভাপতি। তীব্র কটাক্ষ করেছে বিজেপিও।

Advertisement
কাঠগড়ায় অটো ইউনিয়ন কাঠগড়ায় অটো ইউনিয়ন
হাইলাইটস
  • মহিলাদের শৌচালয় দখলের অভিযোগ
  • কাঠগড়ায় অটো ইউনিয়ন
  • তীব্র সমালোচনা বিরোধী বিজেপির

রাতারাতি মহিলাদের শৌচাগার দখল করে নেওয়ার অভিযোগ শাসকদল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে। দখল করে সেখানে ব্যানার লাগিয়ে অটো ইউনিয়নের অফিস করা হচ্ছে বলে অভিযোগ। ব্যানারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee) ছবিও রয়েছে। ঘটনার কথা কার্যত স্বীকারও করে নিয়েছে অটো ইউনিয়ন। ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূলের ব্লক সভাপতির। 

মালদার (Malda) হরিশচন্দ্রপুরের তুলসিহাটা বাসস্ট্যান্ডে সরকারি জায়গায় মহিলাদের সুবিধার্থে পাঁচ বছর আগে একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল। অভিযোগ, গায়ের জোরে রাতারাতি সেই শৌচাগার দখল করে নিয়েছে শাসকদল পরিচালিত তুলসিহাটা অটো ইউনিয়ন। ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অটো ইউনিয়ন জানিয়েছে, তারা দলের নেতাদের জানিয়েই এই কাজ করেছে। কিন্তু ঘটনার নিন্দা করেছেন শাসকদলের ব্লক সভাপতি। তীব্র কটাক্ষ করেছে বিজেপিও।

শৌচাগারের পাশে দুটি চায়ের দোকান রয়েছে। সেই দোকান দুটিও সরিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন চায়ের দোকানের মালিকরা। তাঁদেরও অভিযোগ, সম্পূর্ণ দাদাগিরি করে এই ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। 

এই বিষয়ে অটো ইউনিয়নের কোষাধ্যক্ষ আসিফ ইকবাল বলেন, "আমরা সারাক্ষণ এখানে থাকি রোদ-বৃষ্টিতে। তাই আমাদের বসার জন্য উপরে ত্রিপল দিয়ে জায়গাটা নিয়েছি। শৌচাগারের জায়গা ছেড়ে দেওয়া আছে। দখল করার কিছু নেই। আর আমরা সভাপতি এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়ে করেছি।"

হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস বলেন,"দলগত ভাবে তদন্ত হবে। এটা ঘটে থাকলে খুব নিন্দনীয়। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, যিনি মহিলাদের জন্য বহু প্রকল্প চালু করেছেন। তাই এই ধরনের কাজ মেনে নেওয়া যাবে না।"

এদিকে এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের নেতা দেবব্রত পাল বলেন, "ঘটনাটা শুনলাম। এটাই তৃণমূলের সংস্কৃতি। কাটমানি, দাদাগিরি এইসব ওরা করে। মানুষ সব দেখছে। পঞ্চায়েত ভোটে এসবের জবাব দেবে।"

Advertisement

 

Advertisement