scorecardresearch
 

NIA attacked in Bhupatinagar: ষড়যন্ত্র করতে NIA-র SP-র বাড়িতে জিতেন্দ্র, বিস্ফোরক দাবি করে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল

ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলার পর থেকেই রাজনৈতিক চর্চা তুঙ্গে রয়েছে। এই হামলার ঘটনার পর কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে শনিবারই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এনআইএ-বিজেপি আঁতাত নিয়ে বিস্ফোরক দাবি করল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশনও দায়ের করতে চলেছে তৃণমূল শিবির।

Advertisement
 ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলার পর থেকেই রাজনৈতিক চর্চা তুঙ্গে রয়েছে ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলার পর থেকেই রাজনৈতিক চর্চা তুঙ্গে রয়েছে

 ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলার পর থেকেই রাজনৈতিক চর্চা তুঙ্গে রয়েছে। এই হামলার ঘটনার পর কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে শনিবারই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এনআইএ-বিজেপি আঁতাত নিয়ে বিস্ফোরক দাবি করল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশনও দায়ের করতে চলেছে তৃণমূল শিবির।

রবিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁরা দাবি করেন, ভূপতিনগরকাণ্ডে এনআইএ এবং বিজেপির ‘যোগসূত্র’ রয়েছে। পাশাপাশি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ২০২২ সালের পুরনো মামলার তদন্তে গিয়ে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয় বলেও দাবি করেছেন তাঁরা। তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছেন,  নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর এনআইএ আধিকারিকের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কুণালের বক্তব্য, জিতেন্দ্র যে এনআইএ-র এসপি ধনরাম সিংহের বাড়িতে গিয়েছিলেন, সেই ভিডিয়ো তাঁদের কাছে আছে। মানতে-না চাইলে ২৪ ঘণ্টার মধ্যে সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেবেন। জানা যাচ্ছে ২৬ মার্চ এনআইএ অফিসার এবং বিজেপি নেতা  জিতেন্দ্র তিওয়ারির বৈঠক হয়েছিল,  যেখানে একটি ষড়যন্ত্র করা হয়েছিল তার বিষয়ে এআইটিসি সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করবে।

 রবিবার সাংবাদিক বৈঠক করে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এনেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁরা রবিবার যাচ্ছেন ভূপতিনগরে। সেখানে স্থানীয় নেতৃত্বকে নিয়ে জনসভা করার কথা। নথি পেশ করে তৃণমূলের দাবি, গত ২৬ মার্চ থেকে ভূপতিনগরের  ‘বাংলা বিরোধী’ ষড়যন্ত্র করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে মূল চক্রান্তকারী ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এসপি ধনরাম সিংয়ের নেতৃত্বে NIA-র বাসভবনে ২৬ মার্চ ঘণ্টাখানেক বৈঠক হয়। তাতেই এনআইএ-কে বলে দেওয়া হয়, তৃণমূলের কোন কোন নেতার বাড়িতে অভিযান চলবে, কাকে কাকে গ্রেফতার করতে হবে। এই সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করেছে তৃণমূল। এ থেকেই স্পষ্ট, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর এবার পালটা চাপ তৈরির পথে হাঁটছে রাজ্যের শাসকদল। সূত্রের খবর, এনিয়ে সুপ্রিম কোর্টের  দ্বারস্থ হচ্ছে তৃণমূল।

আরও পড়ুন

Advertisement

প্রসঙ্গত, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ভূপতিনগরে এনআইএ হানা নিয়ে শনিবারই প্রশ্ন তোলেন, ‘‘বিজেপি নেতা বলে দেবেন, ওর বাড়িতে আয়কর দফতর তল্লাশি করো, ওর বাড়িতে ইডি পাঠাও?’’ আর এদিন কুণাল দাবি করেছেন, জিতেন্দ্র যে এনআইএ-র এসপি ধনরাম সিংহের বাড়িতে গিয়েছিলেন, সেই ভিডিয়ো তাঁদের কাছে আছে। এদিকে পাল্টা হুমকি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারিও। বিজেপি নেতার দাবি, তৃণমূল যদি প্রমাণ করতে পারে যে এমন কোনও বৈঠক তিনি করেছেন, তা হলে রাজনীতির ময়দান থেকেই সরে যাবেন। আর এই পুরো ঘটনায় জিতেনের পাশেই রয়েছে বিজেপি। তাদের দাবি, চাপে পড়ে এনআইএ হানাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাগিয়ে দিতে চেষ্টা করছে তৃণমূল। তাই এনআইয়ের বিরুদ্ধে ভূপতিনগরে শ্লীলতাহানির অভিযোগ করছে তৃণমূল।

Advertisement