সারনা ধর্মের (Sarna Religion) স্বীকৃতি ও ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়ার দাবিতে রাজ্যের কয়েকটি জেলায় রেল অবরোধ (Rail Blockade) আদিবাসী সংগঠনের। অবরোধের জেরে লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। সারনা ধর্মের কোড চালু-সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অসম মোট পাঁচ রাজ্যে অনির্দিষ্টকাল বনধের ডাক দিয়েছে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’ (Adivasi Sengel Abhiyan)। শনিবার সকাল থেকে শনিবার দক্ষিণ-পূর্ব রেলের খডগপুর-টাটানগর শাখায় খেমাশুলি, পূর্ব বর্ধমানে জৌগ্রাম, পুরুলিয়ার কাঁটাডিতে রেল অবরোধ করা হয়। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের।
যদিও পরে রেলপুলিশের হস্তক্ষেপে বেশিরভাগ জায়গায় অবরোধ ওঠে। রেলের পাশাপাশি কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধ চলছে। সেখানেই কয়েক হাজার গাড়ি দাঁড়িয়ে পড়েছে। রেলের তরফে ইতিমধ্যেই টাটানগর স্টিল এক্সপ্রেস, টাটানগর প্যাসেঞ্জার, খড়গপুর প্যাসেঞ্জার, টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন বাতিল করেছে।
আরও পড়ুন: WB Primary Teacher Recruitment: TET পাশ করেছেন, জানেন কোন জেলায় কত শিক্ষক নিয়োগ হবে? রইল