scorecardresearch
 

প্রশ্নের মুখে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ, গঠিত বিশেষজ্ঞ কমিটি

আজ বুধবার যৌথ সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা করার কথা ছিল। কিন্তু হঠাৎই বাতিল করা হয় এই যৌথ সাংবাদিক সম্মেলন। তারফলে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • পরীক্ষার সূচি ঘোষণা সংক্রান্ত সাংবাদিক সম্মেলন বাতিল
  • আদও কি হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক?
  • প্রশ্ন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষামহলে

যৌথ সাংবাদিক সম্মেলন বাতিল করল মধ্যশিক্ষা পর্যদ (WBBSE) ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBHCSE)। যার ফলে ফের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে তৈরি হল প্রশ্নচিহ্ন। আজ বুধবারই যৌথ সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা করার কথা ছিল। কিন্তু হঠাৎই বাতিল করা হয় এই যৌথ সাংবাদিক সম্মেলন। তারফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা পিছিয়ে গেল? নাকি বাতিল হতে পারে মাধ্য়মিক ও উচ্চমাধ্য়মিক? যদিও একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে সেই কমিটিকে। 

করোনা পরিস্থিতিতে মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিক (Uchch Madhyamik) পরীক্ষা আদও নেওয়া সম্ভব কি না তা নিয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্যই ওই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। কমিটিতে মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রতিনিধিরা ছাড়াও রয়েছেন, চিকিৎসক, মনোবিদ এবং শিশু অধিকার কমিশনের প্রতিনিধি। সবদিক খতিয়ে দেখে এই কমিটিই সিদ্ধান্ত নেবে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে আদও পরীক্ষা নেওয়া যাবে কি না। আর যদি পরীক্ষা না হয়, তাহলে ছাত্রছাত্রীদের মূল্যায়নই বা কীভাবে হবে সেই বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে এই কমিটি। 

এই বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১ লক্ষ। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন জুলায়াইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক হবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। যেহেতু করোনা পরিস্থিতিতে পরীক্ষা, তাই নিয়মে বেশকিছু পরিবর্তন করা হচ্ছে বলেও জানিয়েছিলেন মমতা। মঙ্গলবার মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে বৈঠকও করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপরেই বুধবারের এই সাংবাদিক বৈঠকে দুটি পরীক্ষার সূচি ঘোষণার কথা ছিল। কিন্তু এদিন বাতিল হয় সেই সাংবাদিক বৈঠক। এদিকে কোভিড ১৯ পরিস্থিতিতে পড়ুয়াদের স্বার্থে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হচ্ছে বলে মঙ্গলবারই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Advertisement

 

Advertisement