scorecardresearch
 

West Bengal Weather Rain Forecast: এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে আবহাওয়া ?

আজ, শনিবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। উত্তরবঙ্গের ৮ জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • আজ, শনিবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ, শনিবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। উত্তরবঙ্গের ৮ জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

কোচবিহার-আলিপুরদুয়ারেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, রবিবার ও সোমবার কিছুটা বাড়বে তাপমাত্রা। মঙ্গলে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় গতকাল আংশিক মেঘলা আকাশ ছিল। গত পরশু বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে নেমে যায়। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকে। 

পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। তবে বৃষ্টি হলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।  কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আরও পড়ুন- তারিখটা মনে রাখবেন, ২০০০ টাকার নোট বিনিময়ের শেষদিন কিন্তু ওটাই

রবিবার ও সোমবার বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহেই আন্দামানে ঢুকছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। তবে যেহেতু এবার কেরলে বর্ষা আসছে দেরিতে, তাই ধরা যেতে পারে বাংলাতেও বর্ষা কিছুটা দেরিতেই ঢুকবে।

 

Advertisement