scorecardresearch
 

Mamata Banerjee on Ram Mandir: 'ভোটের আগে গিমিক শো', রাম মন্দির নিয়ে বিজেপিকে নিশানা মমতার

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন লোকসভা নির্বাচনের আগে 'গিমিক শো' বলে বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের প্রশাসনিক সভায় রাম মন্দিরের প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী। বলেন, 'কালকে আমায় জিজ্ঞাসা করেছিল, রাম মন্দির নিয়ে আপনার কী বক্তব্য। যেন একটাই কাজ। আর কোনও কাজ নেই।'

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় (বাঁ দিকে), রাম মন্দির। মমতা বন্দ্যোপাধ্যায় (বাঁ দিকে), রাম মন্দির।
হাইলাইটস
  • রাম মন্দির নিয়ে বিজেপিকে নিশানা মমতার।
  • মমতা বলেন, 'আমি সেই উৎসবে বিশ্বাস করি, যে উৎসব একতার কথা বলে।'
  • ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন।

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন লোকসভা নির্বাচনের আগে 'গিমিক শো' বলে বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের প্রশাসনিক সভায় রাম মন্দিরের প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী। বলেন, 'কালকে আমায় জিজ্ঞাসা করেছিল, রাম মন্দির নিয়ে আপনার কী বক্তব্য। যেন একটাই কাজ। আর কোনও কাজ নেই। আমি বললাম, ধর্ম যার যার নিজের। উৎসব সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি, যে উৎসব একতার কথা বলে।'

বিজেপিক আক্রমণ মমতার

রাম মন্দির উদ্বোধন প্রসঙ্গে বিজেপিকে নিশানা করেছেন মমতা। বলেছেন, 'আপনারা করছেন করুন না। আপত্তি নেই তো। আদালতের নির্দেশে করছেন। লোকসভা নির্বাচনের আগে একটা গিমিক শো করার চেষ্টা। কিন্তু তাই বলে অন্য ধর্মের মানুষকে অবহেলা করা, এটা কারও কাজ নয়।' ধর্মীয় ভাগাভাগি বরদাস্ত করা হবে না বলে এদিন ফের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'তৃণমূল যত দিন থাকবে, এই সরকার যত দিন থাকবে, শপথ করে যাচ্ছি, আমি কোনও দিন ধর্মীয় ভাগাভাগি করতে দেব না। এনআরসির সময় দেখেছেন কী আন্দোলন করেছিলাম।'

আরও পড়ুন

আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন। লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরকে সামনে রেখে মোদী বাহিনী 'ফায়দা'তুলতে পারে বলে সরব হয়েছে বিরোধীরা। সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি। তবে বাংলার মুখ্যমন্ত্রী রাম মন্দিরের উদ্বোধনে যে যাচ্ছেন না, তা তাঁর এদিনের বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছে। 

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গের মতো বিরোধী নেতাদেরও। আমন্ত্রণ জানানো হয়েছিল সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও। তবে রাম মন্দিরের উদ্বোধনে তিনিও যাবেন না বলে জানিয়েছেন ইয়েচুরি। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে রাজনীতির ময়দানে। রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র দুনিয়ার একঝাঁক তারকাকেও রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, চিরঞ্জীবী, অনুপম খের, অরুণ গোভিলরা। আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পপতি মুকেশ অম্বানীকেও। তবে শাহরুখ খান, সলমন খান, আমির খানদের কেন আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ হাজারেরও বেশি মানুষ যোগ দেবেন এই অনুষ্ঠানে। লোকসভা নির্বাচনে এ বার মোদী বাহিনীকে হঠাতে এককাট্টা হয়েছে বিরোধীরা। তৈরি হয়েছে বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'। মোদী বাহিনীকে গদিচ্যুত করতে ঘুঁটি সাজাচ্ছে বিরোধী শিবির। এই আবহে ২০২৪ সালের নির্বাচনের আগে রাম মন্দিরের উদ্বোধন রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।

Advertisement

Advertisement