scorecardresearch
 

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হবে? ই-মেলে জনগণকে সিদ্ধান্ত জানাতে বলল সরকার

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার।

Advertisement
পরীক্ষা পরীক্ষা
হাইলাইটস
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে বড় খবর
  • পরীক্ষা হবে কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি সরকার

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। পরীক্ষা হবে কি না, হলেও কীভাবে আর না হলে কীসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে, এই সব বিষয় জনগণের উপর ছেড়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 

কিছুদিন আগে রাজ্যের শিক্ষা দফতরের তরফে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। তারপর কেন্দ্র সরকার CBSE-র পরীক্ষা বাতিল করে। এরপর রাজ্য সরকারের তরফে একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়। সেই কমিটিই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা যায়। গতকাল সূত্র মারফৎ খবর আসে পরীক্ষা হবে না- এই মর্মে সরকারের কাছে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে কমিটি। 

সরকারের বিজ্ঞপ্তি
সরকারের বিজ্ঞপ্তি

এরপর আজ রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়, মাধ্যমিক ও  উচ্চমাধ্যমিক হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিটি। বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছে,  ৩ টি পয়েন্টের উপর জোর দেওয়া হয়েছে। সেগুলি হল - 
১) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক করা সম্ভব কি না
২) পরীক্ষা নেওয়া সম্ভব হলে তা কীভাবে 
৩)আর যদি পরীক্ষা নেওয়া না হয়, তাহলে মূল্যায়ণ কীভাবে হবে? 

এই তিনটে বিষয়ে জনগণের মতামত চেয়েছে শিক্ষা দফতর। তাদের তরফে জানানো হয়েছে, অভিভাবক, পড়ুয়া অথবা সাধারণ মানুষ এই নিয়ে মতামত দিতে পারবেন সোমবার ২ টোর মধ্যে।  ইমেল করে মতামত জানাতে হবে। মেল আইডি pbssm.spo@gmail.com, মেল আইডি commissionerschooleducation@gmail.com, মেল আইডি wbssed@gmail.com। 
 

Advertisement