চলতি সপ্তাহে তাপমাত্রা নিম্নগামী হবে, আগেই তা জানিয়ে দিয়েছিল হাওয়া অফিস। দুই বঙ্গেই আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে, ফলে মাঝেমধ্যেই শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে বাঙালি। তবে পাকাপাকি ভাবে শীত কবে আসছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আমজনতার মনে। চলুন জেনে নেওয়া যাক শীত নিয়ে কী আপডেট দিচ্ছে হাওয়া অফিস।
কালীপুজোর আগেই জেলায় জেলায় তাপমাত্রার পতন
তাপমাত্রা পতনের জোরালো ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনে একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। তবে জাঁকিয়ে শীত ঠিক কবে থেকে পড়বে সেব্যাপারে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি। তবে এখনই জাঁকিয়ে শীতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।
বৃষ্টির সম্ভাবনা কতটা?
আগামী ৫ দিন দুই বঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। উত্তর-পশ্চিমের শুষ্ক বাতাসের প্রভাব বেড়েছে এবং জলীয়বাষ্পর পরিমান অনেকটাই কমেছে। সেই কারণে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী ৬ দিন। বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে আর নামবে তাপমাত্রা।
উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে। মঙ্গলবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথায়ও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত এমনই পরিস্থিতি থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে পরবর্তী ৩ দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন শুরু
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ২০-র আশেপাশে থাকবে। আগামী কয়েকদিনে তা আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গেও কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। তবে তারপরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। হাওয়া অফিস জানাচ্ছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে ২০ ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছে। সেক্ষেত্রে আগামী ৩ দিনে তা কমে ১৮ ডিগ্রির কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতে চলেছে এই সপ্তাহের শেষ দিক থেকেই। এর জেরে তাপমাত্রা বেশ খানিকটা নেমে যেতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
কলকাতাতেও পারদ পতন
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। লক্ষ্মীপুজোর পর থেকে দিন কয়েক শীত শীত ভাব অনুভূত হলেও হঠাৎ সেই পরিস্থিতি গায়েব হয়ে যায়। এবার ফের কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নেমে যাবে আগামী ৩ দিনের মধ্যে।