ভোর এবং রাতে হাল্কা ঠান্ডা ভাব বজায় থাকলেও দিনের বাকি সময়ে গরম অনুভূত হচ্ছে কলকাতায়। ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে রাজ্যের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সেক্ষেত্রে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১-৩২ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করতে পারে। অন্য দিকে, রাজ্যের ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে,বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৪৬ শতাংশ।
বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতি, শুক্র এবং শনিবার দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি পারে। রাজ্যের বাকি জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কোথায় কত তাপমাত্রা?
মঙ্গলবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ১৮.৫ ডিগ্রিতে। মালদায় পারদ নেমেছে ১৯.৪ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ১৬.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭.৯ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ২২ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৮ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে খবর,ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী ৫ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।