scorecardresearch
 
Advertisement

VIDEO: শতাধিক বিঘা ধানজমি জলে ডুবে, মালদায় মাথায় হাত আমন চাষিদের

VIDEO: শতাধিক বিঘা ধানজমি জলে ডুবে, মালদায় মাথায় হাত আমন চাষিদের

তিন দিনের টানা বৃষ্টির জেরে শতাধিক বিঘা ধানের খেত জলে ডুবে যাওয়ায় মাথায় হাত চাষিদের। কোথাও শীষ ধরলেও তাতে শস্যদানা ছিল না। কোথাও আবার গাছ লালচে হয়ে শুকিয়ে গিয়েছে। করোনা আবহে একেই বিপাকে চাষিরা। আর এবার তিন দিনের টানা বৃষ্টির জেরে শতাধিক বিঘা আমনের খেত জলে ডুবে যাওয়ায় মাথায় হাত পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বিস্তীর্ণ এলাকার আমন চাষিদের। এলাকার অন্যতম অর্থকরী ফসল আমন ধান। কিন্তু দু দফায় ক্ষতির জেরে চাষের খরচও তাদের উঠবে না। এদিকে চাষিদের অধিকাংশই ঋণ নিয়ে চাষ করে থাকেন। এই অবস্থায় কীভাবে ঋণ শোধ হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

Large number of paddy field were destroyed due to heavy rains in Malda

Advertisement