scorecardresearch
 
Advertisement

VIDEO:পাগড়ি ব্যবসার কী হবে? তালিবান আফগানিস্তান নিয়ে দুঃশ্চিন্তায় সোনামুখীর তাঁত শিল্পীদের

VIDEO:পাগড়ি ব্যবসার কী হবে? তালিবান আফগানিস্তান নিয়ে দুঃশ্চিন্তায় সোনামুখীর তাঁত শিল্পীদের

তালিবানি (Taliban) শাসনে আফগানিস্তান (Afghanistan)-এ নেমে এসেছে অন্ধকার যুগ। এই অবস্থায় কাবুল (Kabul) থেকে ৩০০০ কিমি দূরে ক্ষতির মুখ দেখছেন সোনামুখী (Sonamukhi)-র কিছু মানুষ। বাঁকুড়ার সোনামুখী শহরের কিছু তাঁত শিল্পী  বিশ্ববাসীর সঙ্গে তারাও দিন গুনছেন আফগানিস্তানের অন্ধকার কেটে নতুন সূর্য ওঠার। সোনামুখীর তাঁত শিল্পীদের হাতে বানানো রেশমের পাগড়ি পাড়ি দিত কাবুল-গজনী থেকে কান্দাহারে। আর এভাবেই সংসার চলত সোনামুখীর দেড় হাজার তাঁত শিল্পীর। কিন্তু আফগানিস্তানে তালিবানি শাসন শুরু হওয়ায় সব দেশের পাশাপাশি ভারতের সঙ্গেও বন্ধ হয়েছে সেদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য। 

Advertisement