scorecardresearch
 
Advertisement

Wild Elephant: জঙ্গল থেকে লোকালয়ে হাতি, উত্তপ্ত না করার জন্য মাইকিং বনদপ্তরের

Wild Elephant: জঙ্গল থেকে লোকালয়ে হাতি, উত্তপ্ত না করার জন্য মাইকিং বনদপ্তরের

দিনে দুপুরে রাস্তায় দাপিয়ে বেড়ালো দলছুট একটি হাতি। জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে হাতিটি। জানা গেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ ব্লকের একাধিক গ্রামে প্রবেশ করে দলছুট হাতিটি। ওই হাতি দেখতে ভিড় করে এলাকার মানুষ। জানা গিয়েছে, বৃহস্পতিবার দলছুট রামলাল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের তপশিয়া হয়ে কানপুর, লাউপাড়া, চন্ডিয়াসে একের পর এক গ্রামে প্রবেশ করে। স্থানীয়রা মনে করছেন এই তীব্র দাবদাহ জঙ্গলে জল ও খাবারের অভাবে লোকালয়ে প্রবেশ করে। তবে হাতিটি যাতে মানুষের ক্ষতি না করে তার জন্য মোতায়ন রয়েছে বনদপ্তর। বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে মূলত হাতিটিকে যাতে উত্তপ্ত না করা হয়।

Advertisement