অবশেষে ধরা পড়ল জিনত। রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ওই বাঘিনীকে ধরল বন দফতর। শনিবার সকালে পুরুলিয়ার জঙ্গল থেকে বাঁকুড়ার রানিবাঁধের গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল। গোটা জঙ্গল ঘিরে ফেলে জায়গায় জায়গায় আগুন লাগিয়ে তাকে খাঁচাবন্দি করার পরিকল্পনাই খেটে গেল। এল কাঙ্ক্ষিত ফল।