scorecardresearch
 
Advertisement

West Bengal SSC Scam: 'কাল শিক্ষক ছিলাম আজকে শিক্ষক নয়', ভবিষ্যৎ ঠিক করতে শহিদ মিনারের পাশে জমায়েত

West Bengal SSC Scam: 'কাল শিক্ষক ছিলাম আজকে শিক্ষক নয়', ভবিষ্যৎ ঠিক করতে শহিদ মিনারের পাশে জমায়েত

'কাল শিক্ষক ছিলাম আজকে শিক্ষক নয়', এটাই এখন চিন্তার শিক্ষকদের। সোমবার কলকাতা হাইকোর্ট ২৫৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করার রায় দিয়েছে। এরফলে অযোগ্যদের পাশাপাশি যোগ্যদের চাকরি হারাবে। গোটা প্যানেল বাতিল হওয়ার ফলে এখন রীতিমত পথে বসেছেন বহু শিক্ষক-শিক্ষিকা। পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে। সে বিষয়ে ধর্মতলায় শহিদ মিনারের পাশে জমায়েত হয়েছিলেন শিক্ষকরা। তাদের দাবি, তারাই প্রথম যোগ্য প্রমাণ করেই তাদের চাকরিটা দেওয়া হয়েছে এবং প্রথম প্যানেলে তাদের নাম উঠেছে, এমনটা নয় তারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের যোগ্যতার মাপকাঠিতেই চাকরি পেয়েছে এবং এই সংখ্যাটা প্রায় ১৯ হাজারের বেশি। সেই কারণে তারা আজকে দিশেহারা হয়ে জমায়েত হয়েছে তাদের যেন কোনমতেই চাকরিটা কোনমতেই তারা হওয়াতে রাজি নয় সেই জন্যই আজ তারা ধর্মতলার শহীদ মিনারে এক একসঙ্গে একত্রিত হয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement