ভাঙড়ের সভা থেকে আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ করলেন ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, পঞ্চায়েত প্রধানের স্বামী খইরুলকে খুনের চক্রান্ত করেছিল আরাবুল ইসলাম। এমনই বিস্ফোরক অভিযোগ করেন শওকত মোল্লা। তিনি বলেন "ভাঙড় আমার চেনা ছিল না। আস্তে আস্তে চিনছিলাম। খইরুলকে খুন করার পরিকল্পনা হয়ে গেছিল, আমরা কিছুই জানি না। একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে বললেন, ভাঙড়ে নেতাগিরি করছো? ওখানে একজন প্রধান আছেন, তাঁর স্বামীর নাম খইরুল, তাকে খুন করার জন্য ১৮ লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে এতো আরাবুল আরাবুল করো, সেই আরাবুলই এই ঘটনার মূল নায়ক। এটা আমার উপর ছেড়ে দাও। সেটা শোনার পর আমি কোনও কারণে দিল্লি গিয়েছিলাম। তখনই আরাবুল গ্রেফতার হয়ে যায়।"