scorecardresearch
 
Advertisement

VIDEO: নতুন রূপে সেজে উঠতে চলেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের “হাঁসুলী বাঁক”

VIDEO: নতুন রূপে সেজে উঠতে চলেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের “হাঁসুলী বাঁক”

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ে (Tarasankar Bandyopadhyay)-এর “হাঁসুলী বাঁকের উপকথা”(Hansuli Banker Upakatha)-র হাঁসুলী বাঁককে এবার সজিয়ে তোলার উদ্যোগ নিল বীরভূম জেলা প্রশাসন (Birbhum district administration)। লাভপুর থেকে কোপাই নদীর হাঁসুলী বাঁক (Hansuli Bank) পর্যন্ত পাকা রাস্তা তৈরির পাশপাশি, হাঁসুলী বাঁকের পাশে তৈরি করা হবে পিকনিক স্পট (Picnic spot) এবং ফুলের বাগান। নদী সংলগ্ন একটি পুকুরে পর্যটকদের জন্য থাকবে বোটিং এর ব্যবস্থা। তারাশঙ্কর প্রেমী বা পর্যটকেরা যাতে হাঁসুলী বাঁক ঘুরে দেখার পাশাপাশি সেখানে বেশ কিছু সময় কাটাতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লাভপুর তথা বীরভূমের মানুষ। শনিবার হাঁসুলী বাঁক পরিদর্শনে আসেন জেলাশাসক বিধান রায়। সঙ্গে ছিলেন, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং রাজ্য পর্যটন দপ্তরের আধিকারিকরা।

Advertisement