"জয় শ্রীরাম স্লোগান কে শুনেছে ? আমরা জানি না মিডিয়া দেখিয়েছে চোর চোর স্লোগান উঠেছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি জোয়ার করতে যাচ্ছেন, এত রাত্রে কেন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন ? জঙ্গলমহলের মানুষ শান্তিপ্রিয়। কোনও সুস্থ মানুষ রাত্রেবেলা ওখানে বেরোয় না। গাড়ি ভাঙাটা পশ্চিমবঙ্গের রাজনীতির পরম্পরা।” অভিষেকের যাত্রা পথে শালবনীতে কুড়মিদের বিক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।