ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৩ বছরে বন্যা কমানোর জন্য কি করেছেন ? বৃষ্টি কমে গেছে ওনার কপাল ভাল। গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে উনি বাইট দিয়ে চলে আসেন, ওনার দায়িত্ব শেষ। ত্রাণের টাকা ডিমান্ড করে, উনি ইলেকশন ফান্ড বানাবেন। টাকা লুঠ জন্য উনি যান।” পাশাপাশি তিনি আরও বলেন, “উনি ওনার কোলের ভাইকে কথা দিয়েছিলেন, ভেবেছিলেন এবার বন্যা হবে না। দুর্ভাগ্য ওদের।”