scorecardresearch
 
Advertisement

Dilip Ghosh: 'এটা কোন সভ্য সমাজ...বুদ্ধিজীবীরা কোথায়', গণপ্রহার নিয়ে সরব দিলীপ

Dilip Ghosh: 'এটা কোন সভ্য সমাজ...বুদ্ধিজীবীরা কোথায়', গণপ্রহার নিয়ে সরব দিলীপ

দিঘায় দিলীপ ঘোষ। মাছের বাজার ঘুরে দেখলেন তিনি। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি প্রথমেই বলেন, রাজনীতি নিয়ে কোনও কথা বললেন না। তারপরই রাজ্যে ঘটে যাওয়া যুবক-যুবতীকে মারা প্রসঙ্গে তিনি সরব হন। তিনি বলেন গণপ্রহারে দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যু ঘটছে তার জন্য আমাদের সরকার একটি আইন লাঘু করেছে। ১ তারিখ থেকে আইন লাগু হয়েছে সেখানে গণপ্রহার করছে এমন ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলেই আইন তার মৃত্যুদণ্ড দেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার দলের লোকই বারে বারে বিভিন্ন জায়গায় গণপ্রহারে মেতে উঠছে তখন থেকেই এই আইনের বিরোধিতা করছেন। হাথরাসের ঘটনা নিয়ে এত কথা বলতো আজ সেই সব বুদ্ধিজীবী কোথায়।

Advertisement