scorecardresearch
 
Advertisement

VIDEO: চাঁদা ও তোলাবাজি বাংলার একটি শিল্পে পরিণত হয়েছে, কটাক্ষ লকেটের

VIDEO: চাঁদা ও তোলাবাজি বাংলার একটি শিল্পে পরিণত হয়েছে, কটাক্ষ লকেটের

ফের লকেটের নিশানায় তৃণমূল। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় আজ একটি ভিডিও বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতাদের গোয়া ও ত্রিপুরা সফরের কটাক্ষ করেন। পাশাপাশি হুগলির ধনিয়াখালির একটি ঘটনার উল্লেখ করে লকেট বলেন, বাংলায় চাঁদা ও তোলাবাজি একটি শিল্পে পরিণত হয়েছে। ভিডিও বার্তায় লকেটের দাবি, সম্প্রতি ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র এর ঘনিষ্ঠ এক ব্যক্তি, রাজীব বসু রায় নামে এক শিল্পপতির কাছ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার টি-শার্ট দাবি করেছিলেন। সেই দাবি পূরণ করতে অস্বীকার করায় অসীমা পাত্র লোকজন ওই ব্যবসায়ীর কারখানায় পৌঁছে তার তিন কর্মচারীকে অপহরণ করেন। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি বলেন, এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব কেন? আজ সারাবাংলা পরিণত হয়েছে তোলাবাজি শিল্পে। বাংলা থেকে উপার্জিত অর্থ দিয়ে দল চালানো যাচ্ছে না, সে কারণেই গোয়া ও ত্রিপুরার দিকে এগোচ্ছে তৃণমূল।

BJP leader Locket Chatterjee attacks Bengal CM Mamata Banerjee

Advertisement