scorecardresearch
 
Advertisement

VIDEO: 'খেলা হবে' গান নিয়ে মমতাকে কটাক্ষ রাহুল সিনহার

VIDEO: 'খেলা হবে' গান নিয়ে মমতাকে কটাক্ষ রাহুল সিনহার

আগামী সপ্তাহেই দিল্লি (Delhi)-র উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে নাকি পাড়ি দেবে, একুশের বিধানসভা নির্বাচনের সেই জনপ্রিয় গান ‘খেলা হবে’ (Khela Hobe song) এমনটাই খবর তৃণমূল (TMC) সূত্রে। আর এ নিয়ে ফের একবার তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি (BJP) নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। এদিন আজতক বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'দিল্লি যে কোনও নাগরিক যেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এটা বড় কোনও খবর নয়। যখনই লোকসভা ভোট এগিয়ে আসে তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃস্বপ্ন জেগে ওঠে, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন আবার নিমিষেই মিলিয়ে যায়। বাংলার বাইরে তৃণমূলের কোন অস্তিত্ব নেই। তৃণমূল কংগ্রেসের ওপর দেশের মানুষের কোন ভরসা নেই অতএব খেলা হবে গান যে ভাষাতেই বাজুক না কেন মানুষের শোনার ধৈর্য থাকবেনা। এই খেলা হবে গান বাংলায় সৃষ্টি হয়েছে বাংলাতেই সমাপ্ত হয়ে যাবে।”

Advertisement