scorecardresearch
 
Advertisement

Adhir Chowdhury On Netaji Controversy: “আজাদ হিন্দ বাহিনী যেন দিদির ক্যাডার বাহিনী না হয়ে যায়”, কটাক্ষ অধীরের

Adhir Chowdhury On Netaji Controversy: “আজাদ হিন্দ বাহিনী যেন দিদির ক্যাডার বাহিনী না হয়ে যায়”, কটাক্ষ অধীরের

“নেতাজিকে নিয়ে সস্তার রাজনীতি করছে বিজেপি ও তৃণমূল”, কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এদিন বহরমপুরে একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর আজাদ হিন্দ বাহিনী প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “কন্যাশ্রী সহ দিদির অনেক বাহিনী আছে, আর একটা বাহিনী হলে কি করা যাবে। তবে সেটা প্রকৃত অর্থে আজাদ হিন্দ বাহিনী হলেই ভালো হয়। দিদির ক্যাডার বাহিনী যেন না হয়।” অন্যদিকে আইপিএস, আইএএস এবং আইএফএস আধিকারিকদের কেন্দ্র সরকারের সরাসরি নিয়ন্ত্রণের প্রসঙ্গে তিনি বলেন, “এতে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ব্যবস্থা ভেঙে পড়বে। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে পিএম টু ডিএম চলবেনা। মুখ্যমন্ত্রীকে জানিয়েই করতে হবে। না হলে মুখ্যমন্ত্রীকে অপমান করা হবে।”

Congress Leader Adhir Chowdhury On Netaji Controversy

Advertisement