পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আজ সকাল সাড়ে ১১টা নাগাদ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৩ তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা উপকূলের পুরী এবং পশ্চিমবঙ্গ উপকূলের সাগরদ্বীপের মাঝামাঝি কোনও জায়গা দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখ ভোরের মধ্যে।