উত্তর বঙ্গোপসাগরে থাকা তীব্র ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে উত্তর দিকে সরে গিয়ে বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে, মংলা থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণে, সাগরদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং ক্যানিং থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ- পূর্ব দিকে অবস্থান করছে। এবং বর্তমানে এর গতিবেগ ৯৫ থেকে ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এটি পরবর্তীতে আরও উত্তর দিকে সরে গিয়ে আজ রাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে বাংলাদেশের মংলার দক্ষিণ-পশ্চিম অংশে আছড়ে পড়বে। এবং সেই মুহূর্তে এর গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
Cyclone Remal Latest Updates