scorecardresearch
 
Advertisement

VIDEO: ২৬ মে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'ইয়াস'! কী বলছেন আবহাওয়াবিদ?

VIDEO: ২৬ মে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'ইয়াস'! কী বলছেন আবহাওয়াবিদ?

তাওতে তাণ্ডব চালিয়েছে মহারাষ্ট্র, গুজরাত, গোয়ায়। এবার আরও একটি ঘূর্ণিঝড়ের প্রমাদ গুনছে বাংলা। তা হল সাইক্লোন ইয়াস। কয়েকদিনের মধ্যেই ইয়াস নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তাওতে সাইক্লোন দেশের একাধিক রাজ্যে তাণ্ডব চালিয়েছে। এবার আরেক সাইক্লোন ইয়াস আগামী ২৬ মে বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে ২৫ মে সন্ধে থেকে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টি হবে ওড়িশা, ঝাড়খণ্ডেও। জানালেন রাঁচির আবহাওয়াবিদ অভিষক আনন্দ।

Advertisement