'বাংলায় চারপাশে গজিয়ে উঠেছে বোমা-বন্দুকের কারখানা। কাকে কখন মারা হবে কেউ জানে না। এতদিন আমাদের লোকেদের মারা হত। আড়াইশো লোককে মেরেছে। সেই দুষ্কৃতীরা তৃণমূলে ঢুকেছে। এবার ভাগ-বাঁটোয়ারা কম-বেশি হলেই মেরে দিচ্ছে'। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা নিয়ে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,'তৃণমূলের লোক খুন হলে পরিবারই এনআইএ চাইছে। পুলিশের উপর ভরসা নেই'। সাতসকালে হেলমেট ছাড়াই বুলেট চালাতেও দেখা গিয়েছে দিলীপকে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন,'সরকারই সেফ নেই, তো ড্রাইভ কীসের!'