'আনিস খানের বাড়িতে বলে এসেছিলাম আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে চাইছেন না। যেদিন টিভিওয়ালারা চলে যাবে সেদিন আপনার বাড়িতে আর লোক আসবে না। সেদিন একজন থাকবে, মমতা ব্যানার্জি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায়বিচারে বিশ্বাস করেন দলতন্ত্রে বিশ্বাস করেন না।' মালদার সভা থেকে মন্তব্য ফিরহাদ হাকিমের। এদিন বক্তব্য রাখার সময় ফিরহাদ হাকিম বলেন, 'আনিস খান এবং রামপুরহাটে যে দুটো অন্যায় হয়েছে সেটা না হলেই ভালো হত। গ্রামের মধ্যে একটা জায়গায় কি ঘটনা ঘটছে তা তৃণমূল নেতৃত্বের জানা সম্ভব নয়। কারণ আমরা প্লানচেট জানিনা। ভগবানের মতো আমরা ভবিষ্যৎ দেখতে পাই না।'
Firhad Hakim reacts on Anish Khan and Bogtui Violence from a public meeting at malda