scorecardresearch
 
Advertisement

Howrah Online Fraud: অনলাইনে 599 টাকায় 3টি সালোয়ারের অর্ডার দিয়ে মহিলা হাতে পেলেন ছোটো ফ্রক, প্রতারণার নতুন ছক

Howrah Online Fraud: অনলাইনে 599 টাকায় 3টি সালোয়ারের অর্ডার দিয়ে মহিলা হাতে পেলেন ছোটো ফ্রক, প্রতারণার নতুন ছক

হাওড়ার লিলুয়ার চকপাড়ার বাসিন্দা পম্পা কর্মকার। 599 টাকা দিয়ে তিনটি সালোয়ার কামিজ অর্ডার দেন তিনি। ফেসবুক থেকেই সেই অর্ডার করেছিলেন। এরপর ডেলিভারি বয় তার হাতে একটি প্যাকেট তুলে দেয়। আর সেই প্যাকেট খুলতেই তিনি দেখেন তিনটি ছোট পুরানো ফ্রক। সঙ্গে সঙ্গে তিনি ডেলিভারি বয়কে ফোন করেন। ডেলিভারি বয় তাকে একটি ফোন নাম্বার দিয়ে সেই ফোনে তাকে ফোন করতে বলেন। কিন্তু ওই ফোন নম্বর কোন কাজ করছিল না। এরপর তিনি google গিয়েই কার্ড ডেলিভারি থেকে একটি ফোন নাম্বার জোগাড় করেন। সেই ফোন নাম্বারে ফোন করলে এক ব্যক্তি তাকে তার স্মার্টফোনে একটি অ্যাপস ডাউনলোড করতে বলেন। যখন এই গৃহবধূ ফোনে অ্যাপটি ডাউনলোড করেন তখন টাকা ফেরত এর নামে প্রতারণা শুরু হয়।

Howrah Online Fraud

TAGS:
Advertisement