scorecardresearch
 
Advertisement

VIDEO: প্রকৃত অর্থে স্বাধীন হননি বাংলার মহিলারা : অগ্নিমিত্রা পল

VIDEO: প্রকৃত অর্থে স্বাধীন হননি বাংলার মহিলারা : অগ্নিমিত্রা পল

হুগলি (Hooghly)-তে এক স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপনের অনুষ্ঠানে আসেন বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পল (MLA Agnimitra Paul)। সেখানে মেদিনীপুরের খেজুরিতে এক সত্তর বছরের মহিলার ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে বাংলায় নারী নির্যাতন (violence against women) নিয়ে সরব হন বিজেপি বিধায়ক। তিনি বলেন, 'খেজুরিতে ৭০ বছরের মহিলাকে ধর্ষণের নির্মম ঘটনা ঘটেছে। গতকাল মালদায় ১০ বছরের মেয়েকে ধর্ষণ (Rape) করা হয়েছে। পেট্রাপোলেও একটি মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পরেও প্রকৃত অর্থে স্বাধীন হননি বাংলার মহিলারা।' পাশাপাশি এখান থেকেই নেতাজি (Netaji Subhas Chandra Bose)-কে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র প্রশংসা করেন। খেলা হবে দিবস (Khela Hobe Diwas) নিয়েও এদিন তৃণমূল (TMC)-কে তুলোধোনা করেন তিনি।

Advertisement