scorecardresearch
 
Advertisement

VIDEO: ওজনে নয়, এই বাজারে মাছ বিক্রিয় উপায় অভিনব; দেখুন

VIDEO: ওজনে নয়, এই বাজারে মাছ বিক্রিয় উপায় অভিনব; দেখুন

বাজারে সারি সারি বসে মাছ বিক্রেতারা। প্লেটে প্লেটে সাজানো মাছ। তবে দেখা নেই দাড়িপাল্লার। এদিকে দেদার বিক্রি হচ্ছে মাছ। কীভাবে কিনছেন ক্রেতারা? লালগোলা নেতাজি মোড় থেকে জঙ্গিপুর যাওয়ার রাজ্য সড়ক ধরে কয়েক মিটার এগোলেই বাঁদিকে লালগোলা মিন বাজার। এখানে প্রতিদিন বিকেলে বসে মাছের বাজার। এখানে গেলেই দেখা যাবে স্টিলের থালা এবং প্লেটে সাজানো রয়েছে রকমারি মাছ। কি নেই ? রুই, কাতলা, ভেটকি, পার্সে, চিংড়ি, চিতল, বাটা, টেংরা থেকে শুরু করে পদ্মার ইলিশ সবই মিলবে এখানে। তবে এই বাজারে অভিনব এক পদ্ধতিতে বিক্রি করা হয় মাছ। থালা বা প্লেট হিসাবে মূলত ঠিকায় বিক্রি করা হয় মাছগুলি। তাজা ও রকমারি মাছের জন্য এই বাজারের যথেষ্টই কদর রয়েছে।

Advertisement