scorecardresearch
 
Advertisement

Locket Chatterjee Controversy: চিটফান্ড মামলায় লকেটকে জেরার দাবি, ED-র দ্বারস্থ TMC

Locket Chatterjee Controversy: চিটফান্ড মামলায় লকেটকে জেরার দাবি, ED-র দ্বারস্থ TMC

রোজভ্যালির কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলল তৃণমূল। শুক্রবার বিধাননগর পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায় ইডির কাছে এই অভিযোগ দায়ের করেছেন।

Advertisement