scorecardresearch
 
Advertisement

Malda Tant Shilpo: আধুনিক পোশাকের রমরমায় ধাক্কা মালদার তাঁতশিল্পে, সরকারি সাহায্যের আশায় শিল্পীরা

Malda Tant Shilpo: আধুনিক পোশাকের রমরমায় ধাক্কা মালদার তাঁতশিল্পে, সরকারি সাহায্যের আশায় শিল্পীরা

এক সময় বাংলার তাঁত শিল্পের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু বর্তমান সময় এ যুগের পরিবর্তনের সাথে সাথে পাল্লা দিয়ে বাংলার তাঁত শিল্প এখন ধ্বংসের মুখে। নতুন নতুন রেডিমেড জগতে টেক্সটাইলের দুনিয়ায় বাংলার তাঁতের তৈরি কাপড় হারিয়ে যাচ্ছে। শ্রমিকদের পারিশ্রমিক বাড়ছে না। সরকারি কোনও জায়গা থেকে কোনও ভাবে তাদের পাশে দাড়ালে বা লোনের ব্যবস্থা করলে এই শিল্প গড়ে তোলা চেষ্টা করা যেতে পারে বলে জানান তারা। তাঁত শিল্পিদে অভিযোগ কোনো সুযোগ-সুবিধাও পাওয়া যাচ্ছে না। তাই সংসারের খরচ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বাংলার তাঁতিদের। যদিও খাদি কোম্পানির সম্পাদক বামাচরণ প্রামানিক জানান তাঁত শিল্পের অবস্থা বর্তমান খুব খারাপ। শিল্পীরা যে মজুরি পায় তাতে তাদের সংসার চালানো খুব কষ্টকর। আগামী দিনে নতুন প্রজন্ম এই শিল্পে কেউ এগিয়ে আসবে না। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তিন বছর ধরে এই শিল্পে কোনও রকম সাবসিডি দিতে পারছে না।

malda tant artists facing financial problems watch story

Advertisement