scorecardresearch
 
Advertisement

VIDEO: দিঘায় ৫২টি ভ্রাম্যমান স্টল দোকানিদের ভার্চুয়ালি দিলেন মমতা

VIDEO: দিঘায় ৫২টি ভ্রাম্যমান স্টল দোকানিদের ভার্চুয়ালি দিলেন মমতা

২৬শে মে যশ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছিল পর্যটনকেন্দ্র দীঘা। সমুদ্রের জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছিল দীঘার একাধিক এলাকা। ব্যাপক ক্ষতি হয়েছিল দীঘায় সরকারি সাহায্যপ্রাপ্ত হকারদের দোকান ঘর। একের পর এক দোকান ঘরের শাটার দুমড়ে-মুচড়ে গিয়েছিল জলোচ্ছ্বাসের কারণে। ঘূর্ণিঝড়ের একদিন পরে ২৮শে মে দীঘায় পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিকালে প্রশাসনিক বৈঠক শেষে দীঘার ক্ষতিগ্রস্ত মার্কেট ঘুরে দেখেন। সেই দিনই হকারদের আশ্বাস দিয়েছিলেন দোকান ঘর সারিয়ে দেওয়ার। সেইমতো বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী, জেলা পুলিশ সুপার অমরনাথকে, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানস মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে হকারদের হাতে তুলে দেন ৫২ টি ভাম্যমান স্টল। এছাড়াও ক্ষতিগ্রস্ত ১১৪টি দোকান ঘর মেরামত করে দোকান মালিকদের হাতে তুলে দেন।

Advertisement