বিতর্কে অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহান। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি কিংবা কংগ্রেস যেই আসুক না কেন বাঁশ দিয়ে মারার পরামর্শ দেন তিনি। বসিরহাটে এদিন ‘তৃণমূলের নবজোয়ারে’র প্রস্তুতি সভায় সাংসদ নুসরত জাহান ছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায়, তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি স্বরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য সাহানুর মণ্ডল, যুব তৃণমূলের সভাপতি শরিফুল মণ্ডলরা।