scorecardresearch
 
Advertisement

Nadia Farmer: ভারী বৃষ্টিতে ডুবে পাকা ধান, ক্ষতির আশঙ্কায় নদিয়ার চাষিরা

Nadia Farmer: ভারী বৃষ্টিতে ডুবে পাকা ধান, ক্ষতির আশঙ্কায় নদিয়ার চাষিরা

একটানা ভারী বৃষ্টিপাত, এক হাঁটু জলের তলায় পাকা ধান, ক্ষতির আশঙ্কায় ঘুম উড়েছে নদিয়ার ধানচাষিদের। নদিয়া কৃষি প্রধান জেলা। নদীয়ার করিমপুর, তেহট্ট, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপরা থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, চাকদহ সহ একাধিক বিস্তীর্ণ গ্রামে বিঘার পর বিঘা জমিতে ধান চাষ হয়। এই সময় বোরো ধান কাটার সময়। কিন্তু দুদিনের বৃষ্টিতে ধান গাছ জলে তলায়। শ্রমিকের অভাবে তাড়াতাড়ি ধান তোলাও সম্ভব নয়। বেশিদিন পাকা ধান জলে ডুবে থাকলে নষ্ট হয়ে যাবে। এমনকি সারা বছরের গোখাদ্য হিসেবে বিচুলিও পাওয়া যাবে না। চিন্তায় রয়েছেন ধানচাষিরা।

Paddy submerged in water in Nadia, farmers worried

Advertisement