scorecardresearch
 
Advertisement

VIDEO: বাজারে মাছের টান, চড়ছে দাম, কী কারণে?

VIDEO: বাজারে মাছের টান, চড়ছে দাম, কী কারণে?

কথায় আছে মাছে-ভাতে বাঙালি। এই বর্ষার সময় বাংলার বাজারে মাছের যোগান থাকে যথেষ্ট। তবে এ বছরের চিত্রটা একটু আলাদা বলা যেতে পারে। অতিমারী, ঘূর্ণিঝড়, বন্যা- একের পর এক প্রাকৃতিক বিপর্যয় মানুষের পাশাপাশি বিপর্যস্ত করেছে সমস্ত জীবকূলকে। তাই মাছের বাজারেও পড়েছে টান। কোথাও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মারা গিয়েছে প্রচুর মাছ, কোথাও ঘূর্ণিঝড় ঘুরিয়ে দিয়েছে মাছের চলাচলের গতিপথ। আবার কোথাও বা বন্যায় জলে পুকুর নদীতে মাছ ধরতে নামতেই পারছেন না মৎস্যজীবীরা। এইসব কারণে বাংলার মাছের বাজারের টান ধরেছে। তার মধ্যেও যেটুকু মাছ বাজারে আসছে, তা কিনতে গিয়ে পকেট ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের। চাহিদা অনুপাতে কেমন রয়েছে বাজারে মাছের যোগান? তা দেখতেই হাজির আজতক বাংলা। চলুন ব্যবসায়ীদের মুখ থেকেই শুনে নেওয়া যাক বাজারের অবস্থা। দেখে নেওয়া যাক কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

Advertisement