scorecardresearch
 
Advertisement

VIDEO: গন্ধেশ্বরী-দ্বারকেশ্বর নদী ফুঁসছে, প্লাবন হুগলির বিস্তীর্ণ এলাকায়

VIDEO: গন্ধেশ্বরী-দ্বারকেশ্বর নদী ফুঁসছে, প্লাবন হুগলির বিস্তীর্ণ এলাকায়

একটানা বৃষ্টির জেরে গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর জল বেড়ে গিয়ে নতুন করে আবারো প্লাবিত আরামবাগ মহকুমার গোঘাটের বিস্তির্ণ এলাকা। গোঘাট,নকুণ্ডা, শুনিয়া, সাওড়া,মুক্তারপুর, নলডুবি সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে প্লাবনের সৃষ্টি হয়েছে, যারফলে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। শাকসবজি, তিল, কচু, ধানসহ অন্যান্য চাষের ফসল নষ্ট হয়ে যাওয়ায় চাষীদের মাথায় হাত পড়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বহু মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। নতুন করে আবারো বৃষ্টি শুরু হওয়ায় বড়োসড়ো বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন এই সমস্ত এলাকার মানুষজন।

Advertisement