scorecardresearch
 
Advertisement

VIDEO: খাবার নেই, জল নেই! গবাদি পশুদের নিয়ে ঘর ছাড়ছেন সুন্দরবনের বাসিন্দারা

VIDEO: খাবার নেই, জল নেই! গবাদি পশুদের নিয়ে ঘর ছাড়ছেন সুন্দরবনের বাসিন্দারা

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের যে সমস্ত দ্বীপাঞ্চল ইয়াসের প্রভাবে জলমগ্ন হয়েছে সর্বত্রই একই চিত্র। একদিকে যেমন খাবার ও পানীয় জলের অভাবে অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন, তেমনি অনেকে নিজেরা না গেলেও গরু, ছাগলগুলোকে বাঁচানোর জন্য সেগুলিকে অন্যত্র রেখে আসছেন। বুধবার যখন ইয়াস আছড়ে পড়ে তখন অবশ্য এতো খারাপ পরিস্থিতি হয়নি গোসাবার। কোথাও কোথাও নদী বাঁধ ভেঙে আবার কোথাও বাঁধ উপছে গ্রামে ঢোকে নোনা জল। কিন্তু বৃহস্পতিবার সকালে জোয়ারের জল গোটা এলাকা ভাসিয়ে নিয়ে যায়। দ্বীপাঞ্চলগুলির সর্বত্র নোনা জল ঢুকে পড়ে। সব জায়গাতেই মানুষজন ঘর ছেড়ে কেউ রাস্তায় কেউ বা ফ্লাড সেন্টারে আশ্রয় নিয়েছেন। নিজেদের গবাদি পশুগুলোকে অনেকে সেখানেই রেখেছিলেন। কিন্তু যেভাবে খাবার ও পানীয় জলের আকাল শুরু হয়েছে তাতে গরু, ছাগলগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করেছেন দুর্গতরা। কারন, প্রশাসনের তরফ থেকে মানুষজনের জন্য ত্রানের ব্যবস্থা করা হলেও গবাদি পশুদের জন্য কোন ব্যবস্থা করা সম্ভব হয়নি।

Advertisement