scorecardresearch
 
Advertisement

Howrah-Puri Vande Bharat Express: ঝড়ে ​বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনা হাওড়া-পুরী বন্দে ভারতে

Howrah-Puri Vande Bharat Express: ঝড়ে ​বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনা হাওড়া-পুরী বন্দে ভারতে

পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার দ্বিতীয় দিনেই বিপত্তি। ঝড়ের ফলে ভদ্রক স্টেশনের আগে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে ছিল সেমি হাইস্পিড এই ট্রেন। প্রচন্ড ঝড়বৃষ্টি চলছিল। আচমকাই একটা গাছের ডাল ট্রেনের উইন্ডশিল্ডের উপর ভেঙে পড়ে। তাই দুর্বার গতিতে আসা ট্রেনটাকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হওয়ায় দাঁড়িয়ে যায় ট্রেনটি। প্যান্টোগ্রাফ, রেকে বিদ্যুৎ সরবরাহ না থাকায় 1 ঘণ্টারও বেশি সময় ট্রেনটিকে দাঁড়িয়ে থাকতে হয়। বিকল হয়ে যায় ইঞ্জিনও। রেল সূত্রে খবর, এই ঝড় বৃষ্টির জন্য ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে। যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন বাইরে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছিল। ভদ্রক স্টেশনের আগে বৈতরণী নদীর উপর দিয়ে যাওয়ার সময়েই এই বিপত্তি ঘটে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে টাওয়ার ওয়াগন পাঠানো হয়। দ্রুত গতিতে চলে মেরামতির কাজ। ট্রেনে বিদ্যুৎ সরবরাহ না থাকায় ট্রেনের এসিও কাজ বন্ধ করে দিয়েছিল বলেই জানা গেছে। খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশুরা কান্নাকাটিও শুরু করে দেয়। রাত 8 টা 5 নাগাদ নতুন ইঞ্জিন জোড়া হয় ট্রেনটির সঙ্গে। তারপর ফের ট্রেনটি যাত্রা শুরু করে। আপাতত জানা যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে গতি কিছুটা কমিয়ে চালানো হবে। প্রসঙ্গত, রবিবার ছিল পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার দ্বিতীয় দিন। শনিবার হাওড়া থেকে পুরী পৌঁছেছিল ট্রেনটি। রবিবার পুরী থেকে হাওড়ায় ফেরার কথা ছিল। গত 17 তারিখ থেকে এই ট্রেনের টিকিট কাটা শুরু করেছিলেন পর্যটকেরা। সাত দিনের মধ্যেই নাকি টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছিল বলে রেল সূত্রে খবর।

Puri-Howrah Vande Bharat Express damaged due to lightning, hailstorm in Odisha.

Advertisement