scorecardresearch
 
Advertisement

Rakshabandhan 2022: মালদায় পেট্রোলগড় ক্যাম্পে BSF জওয়ান ভাইদের রাখী পড়ালেন এলাকার বোনেরা

Rakshabandhan 2022: মালদায় পেট্রোলগড় ক্যাম্পে BSF জওয়ান ভাইদের রাখী পড়ালেন এলাকার বোনেরা

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে সারা দেশে। মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে পেট্রোলগড় ক্যাম্পে পালন করা হয় আজাদি কা অমৃত মহোৎসব। সেই সঙ্গে পালন করা হল রাখী বন্ধন উৎসব। যেসব জওয়ান ভাইরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে দেশ রক্ষায় রয়েছেন। সেই ভাইদের রাখী পড়ালেন মালদার সীমান্তবর্তী গ্রামের বোনেরা। টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের BSF জওয়ানদের হাতে রাখী পড়িয়ে দিলেন। প্রতিবছরই এখানে এভাবে রাখী বন্ধন উৎসব পালন করা হয়।

Rakshabandhan 2022 at malda bsf camp

Advertisement