scorecardresearch
 
Advertisement

VIDEO: আসছে পুজো, ডাকছে সোনাঝুরি! কী অবস্থা জঙ্গলের?

VIDEO: আসছে পুজো, ডাকছে সোনাঝুরি! কী অবস্থা জঙ্গলের?

পশ্চিমবঙ্গে শান্তিনিকেতন (Shantiniketan) এমন একটি জায়গা যেখানে বছরের ছটি ঋতুকে অনুভব করা যায়। আর এই শান্তিনিকেতনের পশেই প্রকৃতির অপূর্ব সৃষ্টি সোনাঝুড়ি জঙ্গল (Sonajhuri Forest)। ইউক্যালিপটাসের পাশপাশি রয়েছে সোনাঝুড়ি গাছ, আর এই জঙ্গলে অবলুপ্ত হয়েও বর্তমান রয়েছে খোয়াই। সকাল এবং সন্ধ্যায় সূর্যের আলোতে এই জঙ্গলের লাল মাটি হয়ে ওঠে আরও লাল। কিন্তু এই সোনাঝুড়ি হারিয়েছে তার প্রাকৃতিক রূপ, জঙ্গলের ভিতরে বসছে হাট, আশেপাশে গজিয়ে উঠেছে একাধিক হোটেল। প্রতিদিন এই হাট দেখতেই আসে কয়েকশ পর্যটক, উৎসব অনুষ্ঠানে এর সংখ্যা দাঁড়ায় কয়েক হাজারে। দিনের শেষে এই মানুষ গুলির ফেলে যাওয়া আর্বজনায় সোনাঝুড়ি হারিয়েছে তার প্রাকৃতিক রুপ। রাস্তার দুপাশে প্লাসিকের প্যাকেট, চায়ের কাপ, বিভিন্ন পানীয়ের বোতল। এই ভাবে চললে একদিন হারিয়ে যাবে এই সোনাঝুড়ি।

Sonajhuri forest in Santiniketan How Wildlife Sanctuary hotels are ready for tourists ahead of Durga Puja

Advertisement