শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে তাপস মণ্ডলকে। ভবিষ্যতে তিনি রাজসাক্ষী হবেন কিনা তা সময় বলবে। তবে সোমবার আদালতে ঢোকার সময় তিনি ফের বলেন, তাঁকে ফাঁসানো হয়েছে। টাকা তিনি নেন নি। অন্যদিকে কুন্তল ঘোষকেও আজ আদালতে তোলা হয়। তার জেলা হেফাজত হয়েছিল। তাঁকে সিবিআই নিজেদের হাতে নেওয়ার জন্য আবেদন করা হয়। সেই কারণে সোমবার আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার পথে কুন্তল ঘোষ বলেন, তিনি চক্রান্তের শিকার হয়েছেন। এদিকে আদালতে শুনানি চলাকালীন ডি এ নিয়ে সরকার কর্মচারীদের পেন ডাউন হয়ে যায়।