scorecardresearch
 
Advertisement

VIDEO: 'খড়দার মানুষ আমাকে গ্রহণ করেছেন,' শোভনদেব

VIDEO: 'খড়দার মানুষ আমাকে গ্রহণ করেছেন,' শোভনদেব

তৃণমূল (TMC) থেকে একুশের বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay)। তারপর আমরা সকলেই জানি যে, এই কেন্দ্রের বিধায়ক পদ থেকে পদত্যাগও করেছেন তিনি। সেই ভবানীপুর (Bhabanipur) এই এবার উপনির্বাচনে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে শোভনবাবুকেও উপনির্বাচন (Bypolls)-এ খড়দা বিধানসভা (Khardah Constituency) কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে খড়দার প্রার্থী হওয়া নিয়ে আজতক বাংলাকে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “ভবানীপুরের মত খড়দাও তৃণমূলের শক্ত ঘাঁটি। ওখানে আমার লাগাতার যাতায়াত রয়েছে। আমি ইতিমধ্যেই ওখানে অনেকগুলি মিটিং সেরে ফেলেছি। আমার স্থির বিশ্বাস ওখানকার মানুষ আমাকে গ্রহণ করেছে, আমি ভালভাবেই জিতবো।” পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানো নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভবানীপুর তৃণমূলের আঁতুড়ঘর। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রচুর ভোটে জিতবেন।

Advertisement