মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের পার্টি অফিস দখল করার অভিযোগ ওঠে কেষ্টবাহিনীর ওপর। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার অশান্ত ছিল বোলপুরের শ্রীনিকেতন। শনিবার মুক্ত মঞ্চের উদ্বোধনে বোলপুরে যান সাংসদ শতাব্দী রায়। অনুব্রত বনাম চন্দ্রনাথের বিরোধের বিষয়ে তাঁর কোনও কিছু জানা নেই বলেই দাবি করেন সাংসদ। বলেন, "চন্দ্রনাথ আর অনুব্রতের আবার লবি আছে নাকি? দু'জন তো একই। এত বছর ধরে বন্ধুত্ব, এতদিনের সম্পর্ক। আসলে অনেকদিন পর কেষ্টদা ফিরে আসার পর মানুষের এত উচ্ছ্বাস, কিছু মানুষের বেশি, কিছু মানুষের কম। তাই এখন একটু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ঠিক হয়ে যাবে।"