scorecardresearch
 
Advertisement

Monsoon Updates: দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি কমলা সতর্কতা

Monsoon Updates: দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি কমলা সতর্কতা

উল্টোরথে ভাল রকম বৃষ্টির দাপট দেখল দক্ষিণবঙ্গ। রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। কলকাতাতেও হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলছে। আর এই আবহেই একাধিক জেলার জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করতে  হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর। দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

Advertisement